দূর থেকে স্পর্শ করতে সহায়তা করবে নতুন যন্ত্র
বলুন তো, দূরত্ব যতই হোক না কেন প্রেম কি আটকানো যায়? দূরত্ব কমাতে একসময় চিঠির প্রচলন ছিল। এরপর টেলিগ্রাফ ও টেলিফোন আর হাল জমানায় এসেছে মুঠোফোন, ইন্টারনেট, কত–কী! এসেছে ভিডিও কল। তাতেও যেন মানুষের মন ভরে না।