ইসরায়েলি সরকার ছাড়ল বেন-গভির ও তার দল
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কট্টর-ডানপন্থী রাজনৈতিক দল জিউশ পাওয়ার (ওতজমা ইয়েহুদিত) রবিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সঙ্গে সঙ্গে ইসরায়েলি সরকার থেকে পদত্যাগ করেছে।
হারেৎজ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বেন-গভির ও তার দলের অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
জিউশ পাওয়ার দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্ত থেকে ওতজমা ইয়েহুদিত দল জোটের সদস্য নয়।’
তারা পদত্যাগের কারণ হিসেবে সরকারের গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ও ইসরায়েলি কারাগার থেকে শত শত ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে উল্লেখ করেছে।
বেন-গভিরের দলের প্রত্যাহারের পরও ১২০ আসনের সংসদ নেসেটে ক্ষমতাসীন জোট ৬২টি আসন নিয়ে টিকে আছে।
এর আগে শনিবার সরকারের ২৪ জন মন্ত্রী গাজা যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় চুক্তি অনুমোদন করেন, যেখানে আটজন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
যুদ্ধবিরতি চুক্তিটি স্থানীয় সময় রবিবার সকাল সোয়া ১১টায় কার্যকর হয়। তবে এটি পূর্বনির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা থাকলেও হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা দেরিতে পাঠানোর অভিযোগে কিছু সময় বিলম্বিত হয়।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত প্রায় ৪৭ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া এক লাখ ১০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
আপনার মতামত লিখুন :