আন্তর্জাতিক ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মাইক ওয়াল্টজ রবিবার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে স্পষ্টভাবে বলেছেন, হামাস আর কখনো গাজা উপত্যকা শাসন করতে পারবে না।
দুই দফা আফগানিস্তানে যুদ্ধকালীন অভিজ্ঞতা সম্পন্ন কংগ্রেসের সাবেক সদস্য ওয়াল্টজ বলেন, ‘তারা আর কখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে টিকে থাকতে পারবে না এবং গাজা শাসন করার কোনো সুযোগ তাদের নেই। একেবারেই না।’
ওয়াল্টজ এ কথা বলার কয়েক ঘণ্টা আগেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।যুদ্ধবিরতি কিভাবে বিকাশ লাভ করবে এবং গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা কিভাবে নিশ্চিত করা যাবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ওয়াল্টজ সতর্ক আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘দেখুন, ইসরায়েল যা করার তা করবে, যাতে নিশ্চিত হয়, হামাস আর কখনো গাজা শাসন করতে না পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র তাদের এই প্রচেষ্টায় সমর্থন দেবে।’
আপনার মতামত লিখুন :