বীরগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করলেন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 22, 2025 ইং
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ একসাথে এগিয়ে চলি, শীতার্তের পাশে থাকি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এক অন্যন্য উদ্যোগ গ্রহণ করেছে রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন। তারা বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র ও অসহায় মানুষদের হাতে একশতাধিক শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন।
২১ জানুয়ারি (মঙ্গলবার) বীরগঞ্জ উপজেলা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই শীতবস্ত্র কর্মসূচি পরিচালিত হয়। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্যরা দরিদ্রদের ঘরে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল পৌছে দেন।
এব্যাপারে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর হোসেন বলেন, “আমরা শীতার্তদের দুঃখ-কষ্ট কমাতে চাই। তাই তাদের কাছে গিয়েই শীতবস্ত্র বিতরণ করছি। শুধু সাহায্য নয়, তাদের সঙ্গে মানবিক সম্পর্ক স্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য।
শীতবস্ত্র হাতে পেয়ে পৌর শহরের সাথী বেসরা আবেগাপ্লুত হয়ে বলেন, শীতের এই কষ্টে কেউ আমাদের কথা ভাবে না। কিন্তু আজ আমাদের বাড়িতে এসে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে স্বপ্ন ব্লাড ফাউন্ডেশন এজন্য তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
স্বপ্ন ব্লাড ফাউন্ডেশনের রক্তদানের পাশাপাশি সামাজিক মানবিক এই উদ্যোগ সবার মাঝে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং সমাজের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক বেলাল হোসেন,কেন্দ্রীয় সভাপতি
তানভীর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, কার্যকরী সদস্য হাবিবুর,আব্দুস সালাম, মাহবুবুল আলম কাজল,রায়হান কবির, সাহিনা আক্তার, শাহরিয়ার, সামিউল ইসলাম,অনিমেষ, হাবিবা, হাসি আক্তার,মিমি আক্তার, মাশফিক, জাহিদ আহমেদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :