• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি পেছাল


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চের কার্যতালিকায় আবেদনটি তিন নম্বরে ছিল। কিন্তু একজন বিচারপতি অসুস্থ থাকায় আবেদনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

 

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানি হবে ২০ ফেব্রুয়ারি। আইটেম নম্বর এক। একজন বিচারপতি অসুস্থ থাকায় ২০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, ৯ জানুয়ারি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রিভিউ আবেদনের শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিল।

আদালতে জামায়াত নেতা আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার নাজিব মোমেন।