
খেলাধুলা ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাউদ শাকিল ও নোমান আলি। ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় সেরা দশে ফিরেছেন পাকিস্তানের এই দুই ক্রিকেটার। পুরুষ ক্রিকেটারদের প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ৩ ধাপ এগিয়ে অষ্টম স্থানে শাকিল। আর বোলারদের তালিকায় নোমানের উন্নতি ২ ধাপ, আছেন নবম স্থানে।
মুলতানে আড়াই দিনে ক্যারিবিয়ানদের ১২৭ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। ব্যাটিং দুরূহ উইকেটে প্রথম ইনিংসে ৬ চারে ৮৪ রান করেন শাকিল। পুরো ম্যাচে তার চেয়ে বেশি রান করতে পারেননি কেউ। প্রথম ইনিংসে ৭১ রান করে ২ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের সঙ্গে যৌথভাবে ১৭তম স্থানে আছেন মোহাম্মদ রিজওয়ান। আর দ্বিতীয় ইনিংসে ৫২ রান করে ৩ ধাপ উন্নতি করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ (৪২তম)। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র ফিফটি করা আলিক আথানেজ ১৪ ধাপ এগিয়ে আছেন ৬০তম স্থানে।
ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের জো রুট। পরের দুই স্থানে তার সতীর্থ হ্যারি ব্রুক ও নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন।
বোলারদের মধ্যে প্রথম তিন স্থানে যথারীতি আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ১৩৭ রানে গুটিয়ে দেওয়ার পথে ৫ উইকেট নেন নোমান। ক্যারিয়ারে যা তার সপ্তম পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য কেবল একটি উইকেট পান তিনি। র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে ফিরেছেন বাঁহাতি এই স্পিনার।
ম্যাচ সেরা সাজিদ খানের উন্নতি ১৮ ধাপ, আছেন ২৩তম স্থানে। মুলতানে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই স্পিনার দ্বিতীয়ভাগে ধরেন পাঁচ শিকার। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে লেগ স্পিনার আবরার আহমেদ ৬ ধাপ এগিয়ে এখন ৫২ নম্বরে। দল হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন জোমেল ওয়ারিক্যান। দ্বিতীয় ইনিংসে ৭টি সহ ম্যাচে মোট ১০ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। পাকিস্তানে টেস্টের এক ইনিংসে ৭ উইকেট নেওয়া প্রথম ক্যারিবিয়ান বোলার তিনি। তাতে ১২ ধাপ এগিয়ে তার অবস্থান ৪১তম। অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে রাভিন্দ্রা জাদেজা।
আপনার মতামত লিখুন :