• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ৭০ জন


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

জেলা প্রতিবেদকঃ রাতের টিফিন খেয়ে টঙ্গীর বারাকা ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে গেছেন। ৭০ জনকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বারাকা ফ্যাশনে ১১০০ শ্রমিক কাজ করেন। প্রতিদিনের মতো আজ রাতে কারখানায় কাজ চলমান অবস্থায় রাত ৮টার দিকে টিফিন দেওয়া হয়। এরপর কর্মরত শ্রমিকরা টিফিন খাওয়ার সময়ই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। আস্তে আস্তে অসুস্থতার সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। পরে অসুস্থ শ্রমিকদের নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, এ পর্যন্ত ৭০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। শতাধিক শ্রমিক টিফিন খেয়ে অসুস্থ হয়েছে।