
খেলাধুলা ডেস্কঃ হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এই কিংবদন্তি ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছে জার্মান তারকা জভেরেভ।
অথচ, অস্ট্রেলিয়ান ওপেনে আজ ছেলেদের এককের সেমিফাইনালে আলেক্সান্ডার জভেরেভের সঙ্গে প্রথম সেটটা কি অবিশ্বাস্য লড়াই করেছেন জোকোভিচ।
টাইব্রেকারে হারার আগে লড়েছেন ১ ঘণ্টা ২১ মিনিট। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোট আরেকটা দুর্দান্ত লড়াই হতে দিল না। প্রথম সেটে হারের পরই ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জোকোভিচ। রড লেভার অ্যারেনায় প্রথম সেট শেষে জোকোভিচ নিজেকে প্রত্যাহার করে নিলে তাতে অবাকই হন প্রতিপক্ষ জভেরেভ।
তার এমন সরে যাওয়াটা বিশ্বাসই করতে পারছিলেন না জার্মান তারকা। তবে কোর্টে দাঁড়িয়ে কিংবদন্তির প্রতি ঠিকই সম্মান দেখাতে ভুলেননি তিনি।
সরে দাঁড়ানোর পর জোকোভিচ বলেছেন, ‘প্রথম সেট শেষে ব্যথা ক্রমেই বাড়ছিল। এই মুহূর্তে এটা সামলে (খেলার মতো) পরিস্থিতিতে আমি নেই। আমি জানতাম প্রথম সেট জিতলেও দুই, তিন কিংবা চার ঘণ্টা তার সঙ্গে লড়াইয়ের পাহাড় ডিঙাতে হতো, যেটা আজ আমার ভেতরে নেই।’
কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের বিপক্ষে চোট নিয়ে জিতলেও আজ চোটের কাছেই হার মানলেন ২৪ বারের গ্র্যান্ড স্লামজয়ী। রবিবার অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের ফাইনালে ইয়ানিক সিনার ও বেন শেলটনের মধ্যে জয়ীর মুখোমুখি হবেন জভেরেভ।
আপনার মতামত লিখুন :