• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

‘আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি’- আসিফ নজরুল


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 24, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অনলাইন ডেস্কঃ বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে। এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, ‘আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি।’

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।’