• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

কলকাতা মিশনের কনস্যুলার অ্যাটাশে লাপাত্তা


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের কলকাতা উপ-হাইকমিশনের কনস্যুলার অ্যাটাশে আমিনুল হক প্রায় তিন মাস ধরে নিখোঁজ। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানা গেছে, তিনি গত নভেম্বরে ভারত ত্যাগ করেছেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, আমিনুল ইউরোপের একটি দেশে রাজনৈতিক আশ্রয়ের চেষ্টা করছেন। তবে এই তথ্য এখনও যাচাই করা সম্ভব হয়নি।

 কলকাতা মিশনে আমিনুল হকের প্রধান দায়িত্ব ছিল পাসপোর্ট-ভিসা সংক্রান্ত কনস্যুলার সেবা। সরকারি চাকরির পাশাপাশি বন্ধুমহলে ‘আমিনুল হক পলাশ’ নামে পরিচিত এই কর্মকর্তা আগে দেশের একটি জাতীয় নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকে ডেপুটেশনে চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা মিশনে দায়িত্ব পান। মিশনে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন অভিযোগ তাকে ঘিরে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৫ই নভেম্বর তাকে দেশে ফেরার নির্দেশ দেয়। নিয়ম মেনে মিশনের দায়িত্ব ছেড়ে গেলেও তিনি দেশে ফেরেননি। সহকর্মীরা জানিয়েছেন, তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ এবং হোয়াটসঅ্যাপ নম্বর পরিবর্তন করেছেন। তবে ফেসবুকে তিনি সক্রিয় আছেন। সরকারি একটি সূত্র জানায়, ৭ই নভেম্বর তিনি লন্ডনে যান এবং ছুটির মেয়াদ বাড়ানোর চেষ্টা করেন। অনুমোদন না পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। তার ফেসবুক পোস্ট বিশ্লেষণ করে জানা গেছে, তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিতর্কিত মন্তব্য পোস্ট করেছেন। 

নভেম্বর থেকে তিনি ফেসবুকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন পোস্ট দিচ্ছেন। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি পোস্ট দেন। তার পোস্টে সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এবং রাজনৈতিক বিশৃঙ্খলা উসকে দেওয়ার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। 

কূটনৈতিক দায়িত্ব পাওয়ার পেছনে তার রাজনৈতিক সংযোগ রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। কলকাতার মিশনের ভিসা ইস্যুর উচ্চ পরিসংখ্যানের জন্য তিনি ওই পোস্টিং তদবির করে নেন। তার চাকরি জীবনের নানা কর্মকাণ্ডে বেপরোয়া মনোভাব দেখা গেছে।

আমিনুলের ফেসবুক আইডি ‘আমিনুল হক পলাশ’ নামেই সক্রিয়। সাম্প্রতিক পোস্টগুলোতে তিনি সরকারবিরোধী নানা বক্তব্য দিয়েছেন। ১৬ই ডিসেম্বরের একটি পোস্টে তিনি ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ট্রল করেন এবং সরকারের সমালোচনা করেন। বিজয় দিবসে আরও একটি পোস্টে তিনি গণভবন লুটপাটের অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি করেন।  

ফেসবুকে তার বিভিন্ন পোস্টে তিনি সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে জাতীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।