
বিশেষ প্রতিবেদকঃ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। তবে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১২৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৯ পয়েন্ট কমে ১ হাজার ১৪৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৪০২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত আছে ৭৭টির।
এদিন ডিএসইতে মোট ৩২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১২.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৭৪৯ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২১.৯০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৭৫ পয়েন্টে, শরিয়াহ সূচক ০.৯৩ পয়েন্ট কমে ৯৩২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩৬.৯৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮১৭ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত আছে ৩০টির।
দিনশেষে সিএসইতে ১০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
আপনার মতামত লিখুন :