• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

হ্যাকারদের কবলে জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ হ্যাকারদের কবলে পড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। 

মঙ্গলবার বিকেল থেকে হ্যাকারদের কবলে পড়েছে প্রতিষ্ঠানটি। ওয়েবসাইটে ঢুকলেই দেখা যাচ্ছে, এটি হ্যাক করেছে ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের একটি হ্যাকার গ্রুপ। তবে রাত নয়টা থেকে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।

 

এর আগে হ্যাকাররা ওয়েবসাইটে একটি বার্তা রেখে গেছে, যেখানে হিন্দু ধর্ম এবং দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ না হলে দেশের সব সরকারি ওয়েবসাইট হ্যাক করার হুমকি দেয়া হয়েছে।  

এনএসসি’র ওয়েবসাইট সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুমান-ভারতীয় হ্যাকার গ্রুপ এটা করেছে।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম জানান, আমাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে।