• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

দারুণ জয়ে সিরিজে টিকে রইল ইংল্যান্ড


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ বেন ডাকেট ও লিয়াম লিভিংস্টোনের বিস্ফোরক দুইটি ইনিংসের পরও বরুন চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ে খুব বড় হলো না ইংল্যান্ডের সংগ্রহ। তবে বোলারদের মিলিত অবদানে সেটাই যথেষ্ট প্রমাণিত হলো। দারুণ জয়ে সিরিজে টিকে রইল জস বাটলারের দল।

রাজকোটে মঙ্গলবার (২৮ জানুয়ারি) তৃতীয় টি-টোয়েন্টিতে ২৬ রানে জিতেছে ইংল্যান্ড। ১৭২ রানের লক্ষ্য দিয়ে ভারতকে ১৪৬ রানে থামিয়ে দিয়েছে তারা। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুইটিতে কলকাতা ও চেন্নাইয়ে জিতেছিল স্বাগতিকরা।

 

ঝড়ো ব্যাটিংয়ে শুরুতে পথ দেখিয়েছেন ডাকেট। মাঝের সময়টায় ইংলিশদের টেনেছেন লিভিংস্টোন। দারুণ বোলিংয়ে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংস অনেক বড় হতে দেননি বরুন। দল হারলেও বল হাতে অসামান্য নৈপুণ্যের জন্য ম্যাচের সেরা হয়েছেন ভারতের এই স্পিনার।

ভারতের হয়ে এই সংস্করণে প্রথম ৬ ম‍্যাচে কেবল ২টি উইকেট পেয়েছিলেন ভারুন। গত অক্টোবরে প্রায় তিন বছর পর ফিরে ১০ ম‍্যাচে পেলেন ২৭ উইকেট।
রান তাড়ায় ভারতকে পথ দেখাতে পারেননি কেউ। কারও ব্যাট থেকে আসেনি বড় ইনিংস। জেমি ওভারটন ও আদিল রশিদের চমৎকার বোলিংয়ে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড।

আগামী শুক্রবার পুনেতে হবে চতুর্থ টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২০ ওভারে ১৭১/৯ (সল্ট ৫, ডাকেট ৫১, বাটলার ২৪, ব্রুক ৮, লিভিংস্টোন ৪৩, স্মিথ ৬, ওভারটন ০, কার্স ৩, আর্চার ০, রাশিদ ১০*, উড ১০*; শামি ৩-০-২৫-০, পান্ডিয়া ৪-০-৩৩-২, ওয়াশিংটন ১-০-১৫-০, বরুন ৪-০-২৪-৫, বিষ্ণই ৪-০-৪৬-১, আকসার ৩-০-১৯-১, অভিশেক ১-০-৪-০)

ভারত: ২০ ওভারে ১৪৫/৯ (স্যামসন ৩, আভিশেক ২৪, সুরিয়াকুমার ১৪, তিলাক ১৮, পান্ডিয়া ৪০, ওয়াশিংটন ৬, আকসার ১৫, জুরেল ২, শামি ৭, বিষ্ণই ৪*, ভারুন ১*; আর্চার ৪-০-৩৩-২, উড ৩-০-২৯-১, কার্স ৪-০-২৮-২, লিভিংস্টোন ১-০-১১-০, রাশিদ ৪-০-১৫-১, ওভারটন ৪-০-২৪-৩)

ফল: ইংল্যান্ড ২৬ রানে জয়ী

সিরিজ: ৫ ম্যাচের সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে

ম্যান অব দা ম্যাচ: বরুন চক্রবর্তী