
খেলাধুলা ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শুরুর আগে স্টিভেন স্মিথের রান ছিল ৯ হাজার ৯৯৯। গল টেস্টের প্রথম দিনেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেছেন এই অজি অলরাউন্ডার। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফরম্যাটে ১০ হাজার রান পূরণ করেছেন তিনি।
ম্যাচে নিজের মুখোমুখি হওয়া প্রবাধ জয়াসুরিয়ার প্রথম বলেই সিঙ্গেল নিয়ে টেস্টের ১৫তম ও অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। মাইলফলক অর্জনের পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিবাদনের জবাব দেন এই ডানহাতি ব্যাটার।
ক্যারিয়ারের শুরুর দিকে লেগ স্পিনার হিসেবে যাত্রা শুরু করা স্মিথ ব্যাট করতেন আট নম্বরে। এরপর দ্রুতই টেস্টের নাম্বার ওয়ান ব্যাটার হিসেবে আবির্ভূত হন। স্মিথের আগে অস্ট্রেলিয়ার হয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন রিকি পন্টিং, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ।
টেস্টে ব্যাটারদের তালিকায় বেশি রান নিয়ে সবার ওপরে ভারতীয় গ্রেট শচীন টেন্ডুলকার। লাল বলের ক্রিকেটে তার সংগ্রহ ১৫ হাজার ৯২১ রান।
ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ব্যাটারটি অবশ্য ভারতের সুনীল গাভাস্কার। ১৯৮৭ সালে আহমেদাবাদে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
আপনার মতামত লিখুন :