• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

শ্রম সম্পর্ক উন্নয়নে বৈশ্বিক অংশীদারত্ব জোরদার করছে বাংলাদেশ: আসিফ নজরুল


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের যুব কর্মসংস্থান ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়েছে সরকার। বুধবার (২৯ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে এই বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। একইসঙ্গে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

বিশ্বের ১০০টিরও বেশি দেশের নীতিনির্ধারক, শিল্প নেতা ও শ্রম বিশেষজ্ঞরা এই সম্মেলনে অংশ নেন। উপদেষ্টা আসিফ নজরুল জানান, স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (এসইআইপি) মাধ্যমে ইতোমধ্যে ২ লাখের বেশি যুবক প্রশিক্ষণ নিয়েছেন, যার মধ্যে ৭০ শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন। এটি শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যকারিতা প্রমাণ করে।

 

ড. নজরুল জানান, বাংলাদেশ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রিল্যান্সার সরবরাহকারী, যা থেকে বছরে ৫০০ মিলিয়নের বেশি মার্কিন ডলার আয় হচ্ছে। তিনি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কর্মসংস্থান সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনের সাইডলাইনে কাতারের শ্রমমন্ত্রী ড. আলি বিন সাঈদ বিন সামিখ আল মাররির সঙ্গে বৈঠক করেন ড. আসিফ নজরুল। তিনি কাতারে বাংলাদেশি শ্রমিকদের অবদান ও বড় প্রকল্পে তাদের ভূমিকার স্বীকৃতির জন্য কাতারের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে উপদেষ্টা ড. নজরুল শ্রমিকদের জন্য ব্যাপক বীমা কাভারেজ, স্বল্প ব্যয়ে কর্মী নিয়োগ ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি দক্ষ পেশাজীবীদের নিয়োগ বৃদ্ধি ও শ্রম বাজার আধুনিকায়নের জন্য বাংলাদেশে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন।

ড. নজরুল ১৯৮৮ সালের দ্বিপাক্ষিক শ্রম চুক্তির আওতায় ২০২৫ সালের প্রথম দিকে দোহায় সপ্তম যৌথ কমিটি সভা আয়োজনের প্রস্তাব দেন। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং প্রস্তাবগুলো পর্যালোচনার আশ্বাস দেন।