
খেলাধুলা ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে গত রাতে খেলা ছিল ৩৬টি দলের। আগে কয়েকটি দলের নকআউট নিশ্চিত হয়েছিল, গত রাতে সেই তালিকায় যোগ হয়েছে আরও কয়েকটি দল। বাদ পড়েছে ১২টি দল।
শেষ ম্যাচের আগেই শেষ ষোলো নিশ্চিত করা লিভারপুল পিএসভির সঙ্গে হেরেছে ৩-২ গোলে। সেই সুযোগে টেবিলের শীর্ষে উঠতে পারত বার্সেলোনা। তাদেরও আগেই শেষ ষোলো নিশ্চিত হয়েছে। কিন্তু আটালান্টার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় দুইয়ে থেকেই লিগ পর্ব শেষ করল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। লিভারপুল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের সঙ্গে যোগ দিয়েছে আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিলে ও অ্যাস্টন ভিলা।
প্লে অফে উঠেছে পয়েন্ট টেবিলের ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত থাকা দলগুলো। শেষ ষোলোর টিকিটের জন্য তাদের খেলতে হবে প্লে-অফ। আর প্লে-অফে দুটি ম্যাচ। এর ড্র হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারি)। আর ম্যাচগুলো হবে ফেব্রুয়ারির দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে।
বাদ পড়েছে টেবিলের ২৫ থেকে ৩৬ নম্বর পর্যন্ত দলগুলো।
সরাসরি শেষ ষোলো নিশ্চিত : লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল, ইন্টার মিলান, অ্যাতলেটিকো মাদ্রিদ, লেভারকুসেন, লিলে ও অ্যাস্টন ভিলা।
প্লে-অফ নিশ্চিত : আটালান্টা, বরুশিয়া ডর্টমুন্ড, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভি, পিএসজি, বেনফিকা, মোনাকো, ব্রেস্ট, ফেইনুর্ড, জুভেন্টাস, সেল্টিক, ম্যানচেস্টার সিটি, স্পোর্টিং ও ক্লাব ব্রুগ।
বাদ পড়ল : জিরোনা, দিনামো জাগরেব, স্টুটগার্ট, স্লোভান ব্রাতিস্লাভা, শাখতার দোনেৎস্ক, বোলেগনা, রেড স্টার বেলগ্রেড, স্টুর্ম গ্রাজ, স্পার্টা প্রাহা, লেইপজিগ, সালসবুর্গ ও ইয়ং বয়েজ।
আপনার মতামত লিখুন :