
খেলাধুলা ডেস্কঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা চারে যেতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে জিততেই হবে খুলনা টাইগার্স দলকে। শুধু জিতলেই হবে না জিততে হবে বড় ব্যবধানে। এমন সমীকরণকে সামনে রেখে আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
নিজেদের প্রথম ৮ ম্যাচের সবকটিতে জিতলেও সবশেষ তিন ম্যাচে জিততে পারেনি রংপুর রাইডার্স। তবে তাদের প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে সবার আগেই। বর্তমানে তাদের অবস্থান দুইয়ে। এটা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। এই ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছে তারা। স্টিভেন টেলর এবং ইরফান শুক্কুরের পরিবর্তে সুযোগ মিলেছে আজিজুল হক তামিম এবং তৌফিক খান তুষারের।
খুলনার একাদশে এসেছে একটি পরিবর্তন। পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ইনজুরিতে পড়ায় তার জায়গায় সুযোগ পেয়েছেন মুশফিক হাসান। ১১ ম্যাচে রংপুরের পয়েন্ট ১৬। ১০ ম্যাচে খুলনা মালিক হয়েছে ৮ পয়েন্টের।
রংপুর রাইডার্স- সৌম্য সরকার, তৌফিক খান তুষার, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিফ জাভেদ, রাকিবুল হাসান, নাহিদ রানা এবং আজিজুল হক তামিম।
খুলনা টাইগার্স- অ্যালেক্স রস, আফিফ হোসেন, নাইম শেখ, উইলিয়াম বসিস্তো, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নাওয়াজ, মেহেদী হাসান মিরাজ, মুশফিক হাসান, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, হাসান মাহমুদ।
আপনার মতামত লিখুন :