ক্রীড়া ডেস্কঃ পিটার বাটলার কোচ হিসেবে থাকলে আর অনুশীলনে তো নামবেই না, এমনকি ফুটবল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন নারী ফুটবল দলের একাংশ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানিয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভিনসহ ১৮ ফুটবলার।
কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ খতিয়ে দেখতেই বিশেষ একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বৃহস্পতিবার রাতেই জরুরি সভা ডেকে সাত সদস্যের কমিটি গঠন করেছেন সভাপতি তাবিথ আউয়াল।যেখানে প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। তার সঙ্গে আছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, সদস্য শাখাওয়াত হোসেন শাহীন।
আপনার মতামত লিখুন :