• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সাবিনাদের অভিযোগ খতিয়ে দেখতে বাফুফের বিশেষ কমিটি


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 30, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া ডেস্কঃ পিটার বাটলার কোচ হিসেবে থাকলে আর অনুশীলনে তো নামবেই না, এমনকি ফুটবল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন নারী ফুটবল দলের একাংশ। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানিয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভিনসহ ১৮ ফুটবলার।

কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ খতিয়ে দেখতেই বিশেষ একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার রাতেই জরুরি সভা ডেকে সাত সদস্যের কমিটি গঠন করেছেন সভাপতি তাবিথ আউয়াল।যেখানে প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। তার সঙ্গে আছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, সদস্য শাখাওয়াত হোসেন শাহীন।

বাফুফে সূত্রে জানা গেছে, মেয়েদের এসব অভিযোগ যাচাই-বাছাই করা হবে। প্রত্যেক নারী ফুটবলারের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনা হবে।

এরপর আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটি তাদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন জানাবে।