• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ভিটাবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিন স্কুলে গেলাম ।


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিনিধি : অনেক প্রাণবন্ত অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিনের অনুষ্ঠান ৷
 
প্রসঙ্গত সংস্কৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে  আমি দু একটি কথা বলতে চাই ৷ 
সংস্কৃতি বলতে আমরা কি বুঝি ?  সবাই জানি, তবু  একটু পরিস্কার করে বলাও দরকার ৷
 
প্রথমতঃ সংস্কৃতি শব্দ থেকেই সাংস্কৃতিক শব্দটি এসেছে ৷ 
সংস্কৃতি শব্দটির আভিধানিক অর্থ হলো —"  মানবীয় বৈশিষ্ট্যের উৎকর্ষ সাধন "   
 
ইংরেজি Culture-এর প্রতিশব্দ হিসেবে সংস্কৃতি শব্দটি ১৯২২ সালে বাংলায় প্রথম ব্যবহার শুরু হয়েছিলো।
মূলত সংস্কৃতি শব্দটা এসেছে মারাঠি ভাষা থেকে।
 
 ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলায় কালচার অর্থে সংস্কৃতি শব্দটা প্রস্তাব করলে, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর অনুমোদন দেন।
 
এর আগে বাংলায় কৃষ্টি শব্দটি চালু ছিল কালচার অর্থে। রবীন্দ্রনাথ কৃষ্টি শব্দটা মনে করতেন, কৃষির সঙ্গে সম্পর্কিত, সুতরাং কালচার অর্থে সংস্কৃতিই উপযুক্ত।
 
সোজা কথায় সংস্কৃতি বা কৃষ্টি হলো সেই জটিল সামগ্রিকতা, যাতে অন্তর্গত জ্ঞান, বিশ্বাস,নৈতিকতা, শিল্প, আইন রাজনীতি, আচার এবং সমাজেসামর্থ্য বা অভ্যাস।
 সংস্কৃতি হলো কিছু বুনিয়াদি অনুমান, মূল্যবোধ ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গির, বিশ্বাস, নীতিমালা, প্রক্রিয়া এবং আচরণিক প্রথার সমষ্টি ৷
 
কোন স্থানের মানুষের আচার-ব্যবহার, জীবিকার উপায়, সঙ্গীত, নৃত্য,সাহিত্য, নাট্যশালা, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতি-নীতি, শিক্ষা-দীক্ষা ইত্যাদির মাধ্যমে যে অভিব্যক্তি প্রকাশ করা হয়, তাই সংস্কৃতি।
সংস্কৃতি বলতে সেই সব পন্হা যার মধ্য দিয়ে মানব জাতি তার আদিম বর্বরতা মুক্ত হয়ে পূর্ণরূপে মানুষে পরিনত হয় ৷
 
সে যাই হোক , পুরো দিনটাই অনুষ্ঠানে উপস্থিত থেকে সন্ধ্যে নাগাদ আপন নীড়ে এসেছি ফিরে ৷
ছেলে মেয়েরা অনেক ভালো প্রতিযোগিতা করেছে ৷ সবাই ভালো করেছে ৷ অভিভাবকদের উপস্থিতিও ছিলো উৎসাহ ব্যাঞ্জক ৷        অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র স্কুলের সাবেক শিক্ষক  জনাব সৈয়দ আনোয়ার হোসাইন ও জনাব সাইদুর রহমান সাবির  আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ  ।