চুরি যাওয়া ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করলো মঠবাড়িয়া থানা পুলিশ : গ্রেফতার-১
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া থানার পুলিশ চুরি যাওয়া প্রায় ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন এবং অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন এর তদারকিতে মঠবাড়িয়া থানার এসআই দীপংকর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মুরগির ফার্ম ১১নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফরিদ হাওলাদার (২৭) নামে একজনকে গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে প্রায় ১১ ভরি চোরাই স্বর্ণালংকার উদ্ধার করে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ ফরিদ হাওলাদারের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামে।
উল্লেখ্য, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের জনৈকা নাসরিন সুলতানার বাড়িতে গত বছরের ৪ সেপ্টেম্বর চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন মঠবাড়িয়া থানায় মামলা রুজু করে মামলার তদন্তের জন্য এসআই দীপঙ্কর দাসকে দায়িত্ব দেন। এসআই দীপঙ্কর দাস সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে ও সোর্স নিয়োগ করে মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে থাকেন। তদন্তকারী কর্মকর্তা একপর্যায়ে সন্দিগ্ধ আসামি ঝুমা আক্তার (২৬)কে গ্রেফতার করেন এবং আদালত থেকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন। উক্ত আসামীর দেওয়া তথ্য মতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই দীপঙ্কর চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা মুরগির ফার্ম ১১নং ওয়ার্ড এলাকা থেকে বুধবার আসামী ফরিদ হাওলাদারকে ১০ ভরি ৬ আনা স্বর্ণালংকারসহ গ্রেফতার করে মঠবাড়িযা থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার উক্ত আসামীকে আদালতে প্রেরণ করা হলে সে চুরির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন জানান, চুরি যাওয়া বাকী স্বর্ণালংকার ও অন্যান্য আসামীদের গ্রেফতার এবং পিরোজপুরে চুরি-ডাকাতি নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :