• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

নিটোরে ৮৪ আহতকে ফিজিওথেরাপি দিয়েছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ৮৪ জনকে ফিজিওথেরাপি দিয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসক দল। এই চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সফররত যুক্তরাষ্ট্রের ৬ সদস্যের মেডিকেল টিম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) এ সেবা দেন।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) নিটোরের সহকারী রেজিস্ট্রার ডা. নাঈমা ফেরদৌসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ জনকে পুনর্বাসন, চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা ছয় সদস্যের একটি ফিজিও মেডিকেল টিম। ভর্তি হওয়া আহতদের মধ্য থেকে ৮৪ জনকে ৬টি গ্রুপে ভাগ করে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। এর মধ্যে ‘এ’ ওয়ার্ডে ৪৩ জন, বি-ওয়ার্ডে ৩৯ জন এবং বিএসএমএমইউ থেকে আসা দুইজন রোগীও রয়েছেন।

ডা. আলনা ব্যানসিভেনগোর নেতৃত্বে ডা. স্টিফেনি ওয়াইট, ডা. মৌরিন কিং ডেলে, ডা. ক্রেইগ এমিডন ফক্স, ডা. এসলে নিকোল সাক্সে, ডা. মাইক ডেনি ফেজের সমন্বয়ে গঠিত চিকিৎসক দল আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের পুনর্বাসন চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।