
বিশেষ প্রতিবেদকঃ ম্যাক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে নিজের পরিচয়পত্র পেশ করেছেন মুশফিকুল ফজল আনসারী। তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান জনাথন সাইটের সঙ্গে সাক্ষাৎকালে পরিচয়পত্রের একটি কপি তার হাতে তুলে দিয়েছেন।
আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, জনাথন সাইট শিগগিরই ম্যাক্সিকোর প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে এ পরিচয়পত্র পেশ করবেন।
সাক্ষাৎকালে, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর জোর দেন।
মুশফিকুল ফজল আনসারী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় রাষ্ট্রদূত নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রবর্তিত গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলোও তুলে ধরেন।
এর আগে গত ২১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের তথ্যটি জানানো হয়।
আপনার মতামত লিখুন :