• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

বিপিএলে রেকর্ড গড়লেন পেসার শরিফুল


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রেকর্ড গড়লেন পেসার শরিফুল ইসলাম। মাত্র ৫ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। বিপিএল ইতিহাসে এত কম রানে ইনিংসে ৪ উইকেট শিকার করতে পারেননি আর কেউই। এছাড়াও স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। 

মিরপুর শের-ই-বাংলায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চিটাগং কিংস সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৯৬ রান করে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাজিটি। তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ১০০ রানে অলআউট হয় সিলেট।  ৯৬ রানের জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকার সুযোগ রয়েছে চিটাগং।

 

এদিন শুরু থেকেই দুর্দান্ত ছিলেন শরিফুল। ম্যাচের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান তিনি। তার প্রথম শিকার অভিষিক্ত জাওয়াদ আবরার। পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে ফিরে আবারো উইকেট দিয়ে শুরু করেন এই বাঁহাতি পেসার। প্রথম বলেই বোল্ড করেন রনি তালুকদারকে।

১৩তম ওভারে ফিরে আরো বিধ্বংসী হয়ে ওঠেন এই পেসার। ওভারের দ্বিতীয় বলে তিনি বিদায় করেন জাকেরকে। এক বল পর তার শিকার তানজিম হাসান সাকিব। জোড়া উইকেটের ওই ওভারে মাত্র এক রান খরচ করেন শরিফুল।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রানে ৪ উইকেটের বিশ্বরেকর্ডটি অবশ্য যৌথভাবে দখল করে আছেন সাইপ্রাসের পেসার চামাল সাদুন ও তাঞ্জানিয়ার বাঁহাতি স্পিনার ইয়ালিন্ডে এনকানিয়া। তারা দুজনই ১ রানে ৪ উইকেট নিয়েছেন।