• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

রোনালদোর ‘৭০০’


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Jan 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলের অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন তিনি। সর্বোচ্চ গোল ও ম্যাচ খেলার মালিক এবার আরেকটি প্রথমের রেকর্ড গড়েছেন। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ৭০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা। 

গতকাল আল রায়েদকে ২-১ ব্যবধানে আল নাসর হারালে মাইলফলকটি স্পর্শ করেন রোনালদো।

 

স্মরনীয় মুহূর্তটি রাঙিয়েছেন ম্যাচে এক গোল করেও। সর্বশেষ টানা ৩ ম্যাচে গোল করেছেন তিনি। সব মিলিয়ে এবারের মৌসুমে ১৭ ম্যাচ খেলে গোল করেছেন ১৫টি। সহায়তা করেছেন ৩টিতে।

৩৯ বছর বয়সেও একটুর জন্যও গোলক্ষুধা কমেনি রোনালদোর। যেভাবে ছুটছেন তাতে মনে হচ্ছে চোটে না পরলে ১০০০ গোলের স্বপ্ন পূরণ সময়ের ব্যাপার পর্তুগিজ অধিনায়কের। বর্তমানে তার গোল সংখ্যা ৯২১।

পাঁচ দলের হয়ে খেলে ৭০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রোনালদো।

শৈশবের ও প্রথম ক্লাব স্পোর্টিং সিপির হয়ে ১৩ ম্যাচ জিতেছেন। পরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে দুই মেয়াদে জিতেছেন ২১৪ ম্যাচ। আর সবচেয়ে বেশি ৩১৬ ম্যাচ জিতেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। বাকি জয়ের ৯১ টি জুভেন্টাসের হয়ে জিতেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। আর বর্তমান ক্লাব আল নাসরের হয়ে জয়ের সংখ্যাটা দাঁড়িয়েছেন ৬৬ ম্যাচে।

সামনে যে পরিসংখ্যানটা আরও বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই।