• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমধর্মী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিনিধি:‘সুস্থ দেহে সুস্থ মন, ক্রীড়ায় করে আনয়ন’ এই শ্লোগানকে প্রাধান্য দিয়ে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ব্যতিক্রমধর্মী কিছু কার্যক্রমসহ এক বনভোজনের আয়োজন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপি এপি ওয়ার্ল্ডভিশন L.R.UL.LSBE.RC শিশু ও অভিভাবকদের নিয়ে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ৫নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটি পিরোজপুর এর আয়োজনে স্থানীয় চাঁদমারি,পারিবারিক শিশু পার্ক ও বালুর মাঠ খেলার প্রাঙ্গন ব্যবহার করা হয়। পরে জেলা শহরের সিআইপাড়া শেখ বাড়ির পারিবারিক শিশু পার্কটির প্রাঙ্গনে বিজয়ীদের মাঝে পুরস্কার বির্তরন করা হয়। ৫নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মুর্শিদ সেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান পারভেজের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি ও পিরোজপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক হাসান মামুন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফিলিপ আরিন্দা, ৬নং ওয়ার্ড নগর উন্নয়ন কমিটি সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আকনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় বলেন, শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করে তারা বলেন, কোমল মতি শিশুর বিচক্ষণতার জন্যই তার মতামতের গুরুত্ব দেয়া দরকার রয়েছে। বঞ্চিত করেছে সাধারণ শিশু-কিশোর ও ছিন্নমূল শিশুদের বিনোদন থেকে। ওয়ার্ল্ড ভিশন সারা দেশব্যাপী যে সেবামূলক কাজ করে যাচ্ছে, এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা এর একটি অংশবিশেষ। যা শিশুর মাননশীলতার বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, আজকের এই শিশুরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ। সরকারের পাশাপাশি পিতৃ-মাতৃহীন শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পূর্ণবাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনের প্রতিষ্ঠান। আজকের এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা তারই একটি ধারাবাহিক অংশ। এই দিনটির জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বক্তারা আরো বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু তাদের মানসিক বিকাশের জন্য নয় বরং তাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস, নেতৃত্ব দেওয়া শক্তি এবং নিজেকে আরো সামনে এগিয়ে নেওয়ার যাওয়ার শক্তি বাড়ায়। তাই আমাদের প্রত্যাশা এই অনুষ্ঠানের প্রভাব তাদের ব্যক্তি জীবনে উন্নয়নের পাশাপাশি সামাজিক জীবনে এর প্রভাব প্রতিফলিত হোক। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দর হোক এবং শতবর্ষ যাবৎ চলতে থাকে এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ডিসপ্লে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেন।