• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মালয়েশিয়ায় এক মাসে ২৭ হাজার প্রবাসী পেলেন পাসপোর্ট


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অনলাইন ডেস্কঃ বিশেষ ব্যবস্থায় গত এক মাসে মালয়েশিয়ায় থাকা প্রায় ২৭ হাজার প্রবাসী বাংলাদেশিকে পাসপোর্ট দেওয়া হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

এতে বলা হয়েছে, মালয়েশিয়ায় মাসব্যাপী (১২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত) বিশেষ ব্যবস্থায় ২৬ হাজার ৯৬১ জন প্রবাসীর কাছে পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

এ ছাড়া অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মোবাইল কনস্যুলার টিমের মাধ্যমে প্রতিটি ছুটির দিনে রাজধানী কুয়ালালামপুরের বাইরের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত শহর যেমন পেনাং, জহরবারু, মেলাক্কা, কুয়ানতান ও কেলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়েছে।এ সময়ের মধ্যে পেনাং ও জহরবারুতে একাধিকবার কনস্যুলার টিম পাঠানো হয়েছে।

এর পাশাপাশি পোস লাজুর (মালয়েশিয়ার পোস্ট অফিস) মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ অব্যাহত রয়েছে। হাইকমিশনের সব অনুবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। হাইকমিশনার নিজে একাধিক স্পটে গিয়ে পাসপোর্ট বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।

ছুটির দিনে হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার, প্রতিরক্ষা উপদেষ্টা, মিনিস্টারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসে অবস্থান করেন এবং পাসপোর্ট বিতরণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।