পিরোজপুরে অব:প্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালী শাখার উপজেলা কার্যালয় উদ্বোধন
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2025 ইং
বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালী শাখার উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারী) সকালে মানিক মিয়া কিন্ডারগার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালি শাখা উদ্বোধন করেন কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ কাউখালি উপজেলার সভাপতি সার্জেন্ট অব: মো: আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল অব: মো: নুরুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক এস এম আহসান কবির, সদস্য সাচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, কাউখালী থানার ওসি মো: সোলায়মান, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: মোস্তাফিজুর রহমান,পিরোজপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ এর সভাপতি সার্জেন্ট অব: মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অব: মো: হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট অব: মো: আউয়াল প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন পেশা শ্রেণির মানুষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :