• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সিনেমার দৃশ্যে ইঁদুরকে পর্যন্ত কামড়ে ধরেছিলেন রুবেল!


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিনোদন ডেস্কঃ দেশের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। একসময় পর্দা কাঁপানো এই হিরো মাঝে দীর্ঘ সময় পর্দা থেকে দূরে ছিলেন। তেমন একটা দেখা যায়নি বহু বছর। তবে সম্প্রতি আবারও ফিরেছেন পর্দায়।প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। রায়হান রাফী পরিচালিত ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। একেবারেই ভিন্নধর্মী চরিত্রে দেখা গেছে তাকে।

ক্যারিয়ারে অসংখ্যবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করেছেন রুবেল। এমনকি একটি সিনেমার দৃশ্যে ইঁদুরকে পর্যন্ত কামড়ে ধরেছিলেন তিনি! সম্প্রতি স্টুডিওতে এসে সেই গল্পই শেয়ার করলেন।রুবেল বলেন, ‘একটা দৃশ্য ছিল, যেখানে আমাকে টর্চার করে একটা জিনিস বের করবে। যার জন্য মুখ বন্ধ করে হাত-পা বেঁধে ইঁদুরটা ছেড়ে দেবে আমার ওপর। যেন ইঁদুর আমার সারা শরীর, মুখটুখ কামড়ে ধরবে।যেন আমি কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে বেরিয়ে যেন তাদের সত্যটা বলে দিই।’

রুবেল আরো বলেন, ‘ইঁদুরটা কপি কলের মধ্যে ছিল। কপি কল থেকে বের হয়ে বেশি লাফালাফি করছে ইঁদুরটা। তখন ওর মাথার কাছে আর লেজের কাছে ধরে ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরলাম। এরপর বললাম হাত-পা বাঁধো।
দ্যান ঝুলিয়ে দিল। দেখা গেল যে ইঁদুরটা শট নিয়ে কিছু দৌড়াদৌড়ি করছে। একটা সময় আমি অতিষ্ঠ হয়ে ইঁদুরকেই কামড়ে ধরেছি। ব্যাপারটা ছিল এ রকম।’