• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পিরোজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিয়ম করলেন


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ,মতবিনিময় সভা করেন।  মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক তার বক্তব্যে পিরোজপুর জেলাকে মাদকমুক্ত, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখতে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-সাংবাদিক একত্রে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, বিশেষ অতিথি পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সদর থানার ওসি আব্দুস সোবাহানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তিনি বলেন, মাদক একটি পরিবার, জাতি তথা দেশকে ধ্বংশের দিকে ঠেলে দেয়। বেশীরভাগ ক্ষেত্রে মাদকের কারণেই অপরাধ বেড়ে যায়। তাই বরিশাল বিভাগে মাদকের বেচা-বিক্রি ও সরবরাহ রোধে মাদক ব্যবসায়ী ডিলারদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভাগের মাদকের ডিলারদের মধ্যে দু’একজনকে গ্রেফতারও করা হয়েছে।