মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির কমিটি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 23, 2025 ইং
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বনিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে মঠবাড়িয়া পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবীণ ব্যবসায়ী আবুল কালাম আজাদ সাবু, মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর, বিএনপি নেতা নিজামুল কবির মিরাজ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক রিপন মুন্সি, ব্যবসায়ী ওলিউল ইসলাম তুষার, জাকির হোসেন খান, রতন কর্মকার, খলিলুর রহমান, ছগির মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে আওয়ামী লীগ-জামায়াত মিলিয়ে রাতের আঁধারে ২৯ সদস্য বিশিষ্ট মঠবাড়িয়া বাজার বনিক সমিতির একটি কমিটি ঘোষণা করে। বক্তারা অবিলম্বে উক্ত একতরফা রাতের আধারে গঠন করা বনিক সমিতির কমিটি বাতিল করে ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবী জানান।
আপনার মতামত লিখুন :