দীর্ঘ ২১ বছর পর আবারও এসএ গেমসের আয়োজক দেশ হতে যাচ্ছে পাকিস্তান।আগামী বছরের জানুয়ারিতে হবে গেমসটা। এবার তিনটি শহরে হবে ইভেন্টটি। সেই তিন শহর হচ্ছে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথম তিন শহরে হবে টুর্নামেন্টটি।

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির পর এবার আরেকটি টুর্নামেন্টের দীর্ঘ অপেক্ষা ফুরাচ্ছে তাদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের।
দীর্ঘ ২১ বছর পর আবারও এসএ গেমসের আয়োজক দেশ হতে যাচ্ছে পাকিস্তান।আগামী বছরের জানুয়ারিতে হবে গেমসটা। এবার তিনটি শহরে হবে ইভেন্টটি। সেই তিন শহর হচ্ছে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথম তিন শহরে হবে টুর্নামেন্টটি।
১৪তম এসএ গেমসের আয়োজক হওয়ার আগে সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তানে টুর্নামেন্টটি হয়। সব মিলিয়ে এবারের আসরটি তাদের জন্য তৃতীয়। সর্বশেষ আসরটি ৫ বছর আগে হয়েছে নেপালে।আসন্ন গেমসটি আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি হবে।
আপনার মতামত লিখুন :