• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

পাকিস্তানের তিন শহরে হবে এসএ গেমস


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া ডেস্কঃ দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির পর এবার আরেকটি টুর্নামেন্টের দীর্ঘ অপেক্ষা ফুরাচ্ছে তাদের। দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের।

দীর্ঘ ২১ বছর পর আবারও এসএ গেমসের আয়োজক দেশ হতে যাচ্ছে পাকিস্তান।আগামী বছরের জানুয়ারিতে হবে গেমসটা। এবার তিনটি শহরে হবে ইভেন্টটি। সেই তিন শহর হচ্ছে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদ। এসএ গেমসের ইতিহাসে এবারই প্রথম তিন শহরে হবে টুর্নামেন্টটি।

১৪তম এসএ গেমসের আয়োজক হওয়ার আগে সর্বশেষ ২০০৪ সালে পাকিস্তানে টুর্নামেন্টটি হয়। সব মিলিয়ে এবারের আসরটি তাদের জন্য তৃতীয়। সর্বশেষ আসরটি ৫ বছর আগে হয়েছে নেপালে।আসন্ন গেমসটি আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি হবে।

লাহোরে অনুষ্ঠিত সভায় চূড়ান্ত হয়। মোট ২৬টি ইভেন্ট চূড়ান্ত হয়েছে। সভায় সশরীরে উপস্থিত ছিলেন বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কার অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি ছিলেন। বাংলাদেশ থেকে সভায় প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজ উদ্দিন মো. আলমগীর ও উপমহাসচিব আশিকুর রহমান মিকু।