
আজাদ বলেন, জিরাবোতে তাদের বাড়িটি তিনতলা (ট্রিপ্লেক্স)। তিনতলায় মা ও স্ত্রী-সন্তান নিয়ে থাকেন তিনি।দোতলায় তাদের রান্নাঘর এবং ড্রয়িং-ডাইনিং। সেইদিন রাতে ক্ষুধা লাগার কারণে দোতলায় যান তিনি। রান্নাঘরের দিকে যেতেই শব্দ শুনতে পান। রান্নাঘরের দরজা খুলতেই দেখেন, দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে! তারপর তিনি দরজা লাগিয়ে দেন।এরপর ওপরে গিয়ে মা ও স্ত্রীকে ডাক দিয়ে আনেন। আবার রান্নাঘর খুলতেই দেখেন দুজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছে! তখনই দৌড় দিয়ে একজনের হাত ধরে ফেলেন অভিনেতা। ধস্তাধস্তির মধ্যে একজন আজাদকে গুলি করে। যা তার ডান পায়ে লাগে। আজাদ বলেন, ‘আমার খুব ব্লিডিং হচ্ছিল।ডান পায়ে ভর রাখতে পারছিলাম না। এটা ডাকাতও বুঝতে পেরেছে। এরপর আবার আমাকে ধাক্কা দেয়, পড়ে যাই। ওই সময় আরেকটা গুলি করে, যা আমার বাঁ পায়ে হাঁটুর ওপরে লাগে। এর মধ্যে আরেকজনকে আমার ওয়াইফ ফ্রাই প্যান দিয়ে মাথায় আঘাত করে। সেই ডাকাত আরেকটা ফ্রাই প্যান দিয়ে আমার স্ত্রীকেও প্রচণ্ড জোরে আঘাত করে। এরপর সে পড়ে যায়। সেই ডাকাতকে ধরতে গেলে তখন আমাকে আরেকটা গুলি করে, হাঁটুর ওপরে।’ এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, দুই দুর্বৃত্ত রান্নাঘরের জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে ওই অভিনেতার দুই পায়ে গুলি করেছে। তার স্ত্রী ও মাকে আঘাত করে আহত করা হয়েছে। পরিবারের তিনজনই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। ওই বাসার কোনো জিনিসপত্র খোয়া যায়নি। তাই ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশে গুলি করা হয়েছে তা স্পষ্ট নয়। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হবে আশা করছি। ‘ক্যারেকটার আর্টিস্ট’ হিসেবে বিভিন্ন নাটকে দেখা যায় অভিনেতা আজিজকে। টিভিসিসহ তাকে দেখা গেছে হোটেল রিলাক্স, ফিমেল, ব্যাচেলর পয়েন্ট’র মতো জনপ্রিয় কনটেন্টগুলোতে। কাজ করেছেন ‘লিডার’ সিনেমায়ও।
আপনার মতামত লিখুন :