মঠবাড়িয়ায় বিদ্যালয়ের হাজিরা খাতা ছিঁড়ে ফেলার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2025 ইং
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যালয়ে অনুপস্থিত থেকে রাতের আঁধারে হাজিরা খাতায় স্বাক্ষর করে খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে কে এম মশিউর রহমান নামে প্রথামিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় সবুজ খান সাগর নামে স্থানীয় এক যুবক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর একখানা লিখিত অভিযোগ দিয়েছেন। কে এম মশিউর রহমান মঠবাড়িয়া উপজেলার ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানাগেছে, ৪১নং রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম মশিউর রহমান ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি ১৯ ফেব্রুয়ারি রাতে বিদ্যালয় গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। বিষয়টি বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিসকে অবহিত করলে প্রধান শিক্ষক মশিউর রহমান ২৩ ফেব্রুয়ারি হাজিরা খাতার ওই পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এছাড়া অভিযোগে সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের কথাও উল্লেখ করা হয়েছে।
এবিষয় প্রধান শিক্ষক কে এম মশিউর রহমান বিদ্যালয়ের হাজিরা খাতার পৃষ্ঠা ছিঁড়ে ফেলার কথা স্বীকার করে বলেন, বিষয়টি আমার ভুল হয়েছে।
এব্যাপারে ওই ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েত গাজী জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে একখানা অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :