বরুণের ‘প্রথমে’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 2, 2025 ইং
ক্রীড়া ডেস্কঃ ম্যাট হেনরির উইকেটের জবাব উইকেটই দিলেন বরুণ চক্রবর্তী। নিউজিল্যান্ডের পেসারের মতোই ম্যাচে ৫ উইকেট পেয়েছেন ভারতীয় স্পিনার। শুধু উইকেটের জবাবই দিলেন না, ভারতকে জয়ও এনে দিয়েছেন ৩৩ বছর বয়সী স্পিনার। তার দুর্দান্ত ঘূর্ণিতে ৪৪ রানের জয় পেয়েছে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফির এ জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নও হয়েছে ভারত। আজ গ্রুপসেরার হওয়ার ম্যাচে অবশ্য লক্ষ্যটা খুব বড় দিতে পারেনি ভারত। প্রথমে ব্যাটিং করে ২৪৯ রান করতে পারে। কিন্তু এই লক্ষ্যকেই নিউজিল্যান্ডের কাছে যেন পাহাড়সম করে তোলেন ভারতের স্পিন চতুষ্টয়। তাদের ঘূর্ণিতেই পরে কুপোকাত হতে হয় কিউইদের।
বিশেষ করে বরুণের স্পিনের মায়াজাল ভেদ করতে ব্যর্থ হন কিউই ব্যাটাররা। দ্বিতীয়বারের মতো ওয়ানডে ম্যাচ খেলতে নেমে উইল ইয়াং-গ্লেন ফিলিপসদের নাচিয়ে ছাড়লেন তিনি। গুগলি-কুইকারে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট।দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে পেয়েছেন ম্যাচসেরার স্বীকৃতিও।দুবাইয়ে ২৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ১৭ রানের সময় অক্ষর প্যাটেলকে ক্যাচ দিতে রাচিন রবীন্দ্রকে বাধ্য করেন হার্দিক পান্ডিয়া। হার্দিকের শুরু করে দেওয়া ইনিংসে পরে শাসন করেছেন চার ভারতীয় স্পিনার। অক্ষর-কুলদীপ যাদব-রবীন্দ্র জাদেজারা কৃপণ বোলিংয়ে কিউই ব্যাটারদের ওপর চাপ বাড়ালে উইকেটের সুযোগ নেন বরুণ।তবে স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে দাঁড়িয়ে পড়েছিলেন কেন উইলিয়ামসন। ৮১ রানে আউট হওয়ার আগে দলের জয়ের আশার প্রতীকও ছিলেন সাবেক কিউই অধিনায়ক। কিন্তু দলীয় ১৬৯ রানের সময় ডাউন দ্য উইকেটে এসে অক্ষরের বল ভুল করে খেলতে এসে নিজের ইনিংসের ‘মৃত্যু’ ডেকে আনেন তিনি। তার আউটের পর দ্রুত বাকি ৩ উইকেট হারিয়ে ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।এ হারে ‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে শেষ চারে খেলবে নিউজিল্যান্ড। লাহোরের দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। আর প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
আপনার মতামত লিখুন :