• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

নতুন মামলায় গ্রেফতার সালমান-আনিসুলসহ ৬


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর কাফরুল থানাধীন এলাকায় আতিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৬ জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এ মামলায় গ্রেফতার দেখানো বাকিরা হলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এ কে এম শহীদুল হক।

সোমবার (৩ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এছাড়াও মোহাম্মদপুর থানার অন্য একটি হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। 

এদিন সকাল ১০ টা ৭ মিনিটে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক মো. জুয়েল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন। 

কাফরুল থানার আতিকুল হত্যা মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর ব্যবসায়ী আহসান হাবীব রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন।