• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল কবে, কোথায়?


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ অস্ট্রেলিয়া নাকি দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলবে কে তা আগে নির্ধারণের সুযোগ ছিল না। তাই তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই দলকেই পাকিস্তান থেকে উড়িয়ে নেয় দুবাইতে। যে-ই দল ভারতের বিপক্ষে খেলবে তারা বাড়তি একদিনের অনুশীলনের সুযোগ পাবে সেটা ছিল ভাবনার। এ নিয়ে অবশ্য প্রবল সমালোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে।

রবিবার নিউজিল‌্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ভারত গ্রুপ ‘এ’ থেকে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের সেমিফাইনালে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়া এখন পর্যন্ত কোনও ম্যাচ হারেনি। ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা যাত্রা শুরু করেছিল। কিন্তু, পরের দুই ম্যাচেই তাদেরকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। ৪ মার্চ দুবাইতেই হবে এই দুই জায়ান্টের ফাইনালের ওঠার লড়াই।

অন‌্যদিকে, আরেক সেমিফাইনাল খেলার জন্য দুবাই থেকে ফের পাকিস্তানে যেতে হবে দক্ষিণ আফ্রিকাকে। তাদের সঙ্গী হবে নিউজিল‌্যান্ড। নিউজিল‌্যান্ড ভারতের গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে। জয়ের অবস্থান থেকে ভারতের অসাধারণ পারফম‌্যান্সে হার মানতে হয় তাদেরকে। রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।

অন‌্যদিকে ইংল্যান্ড ও আগফানিস্তানকে সহজেই হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। লাহোরে তাদের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটি হবে ৫ মার্চ।

হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজিত হওয়ায় ভারত বাদে কারও ঠিকানাই স্থির নয়। পাকিস্তান সফরের অনুমতি না পাওয়ায় ভারতকে তাদের সবগুলো ম্যাচ খেলতে হচ্ছে দুবাইয়ে। এই গ্রুপে যারা ছিল তাদেরকে ম্যাচ খেলা, সফর, অনুশীলন সবকিছুই করতে হয়েছে। কেবল ভারতই পেয়েছে বাড়তি সুবিধা। যা বৈশ্বিক আসরে অন্যায্য বটে।