• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মাস্টারকার্ডের 'স্পেন্ড অ্যান্ড উইন' ক্যাম্পেইনে বিজয়ীদের নাম ঘোষণা


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাণিজ্য ডেস্কঃ মাস্টারকার্ডের উইন্টার ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 

এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ‘সেইল বিয়ন্ড’ শীর্ষক এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল লেনদেনের ওপর ভিত্তি করে কার্ডহোল্ডারদের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিয়ে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। যার মধ্যে ছিল একটি ক্রুজ ট্রিপ।

এই ক্যাম্পেইনে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডহোল্ডাররা অংশগ্রহণ করেছে। গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র মাস্টারকার্ড কার্ডহোল্ডার সানজিদা নিশাত। তিনি পেয়েছেন ছয় দিনের একটি কাপল ট্রিপের সুযোগ, যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, পেনাং পোর্ট এবং পোর্ট ক্ল্যাং-এ বিলাসবহুল ক্রুজ ট্রিপ। প্রথম বিজয়ীর জন্য আরও রয়েছে সঙ্গীসহ এয়ারটিকেট ও অ্যাকোমোডেশন ব্যবস্থা। এছাড়া, অন্যান্য বিজয়ীরা দেশে ও বিদেশে কাপল ট্রিপ প্যাকেজ, ইলেকট্রনিকস, গ্যাজেটস, লাইফস্টাইল ও গ্রোসারি ভাউচার পেয়েছেন।

ক্যাম্পেইনে অংশ নিতে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের দেশে ও বিদেশে ন্যূনতম ১,০০০ টাকা বা ২৫ ডলারের অন্তত চারটি লেনদেন সম্পন্ন করতে হয়েছে। এই লেনদেনগুলো পয়েন্ট অব সেল (পিওএস) বা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তাদের অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হয়।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ''বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রসার ঘটাতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ‘সেইল বিয়ন্ড’ ক্যাম্পেইনের ব্যাপক সাড়া প্রমাণ করে যে, গ্রাহকরা এখন আরও বেশি নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল লেনদেনকে প্রাধান্য দিচ্ছেন। এই ক্যাম্পেইনে সহযোগিতার জন্য মাস্টারকার্ডের পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা এবং সকল বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি।''

‘সেইল বিয়ন্ড’ ক্যাম্পেইনের সহযোগী পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, দ্য সিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।