এর মধ্যে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক।

এর মধ্যে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে বাংলাদেশ সফরে আসতে পারেন স্টারলিংকের প্রতিষ্ঠাতা মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্ক। ইলন মাস্ক বাংলাদেশ সফরে এলে বিষয়টি তার কাছে উপস্থাপনের কথাও জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ড. ইউনূস বলেন, ‘ট্রাম্প একজন ডিলমেকার, তাই আমি তাকে বলছি, আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’ ইউনূস আরো বলেন, ‘যদি তিনি এমনটি না করেন, বাংলাদেশ কিছুটা মনোক্ষুণ্ন হবে।তবে গণতান্ত্রিক প্রক্রিয়া থেমে থাকবে না।’ সম্প্রতি প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান। প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমানকে স্পেসএক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর জন্য প্রয়োজনীয় সব কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :