• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃযশোরের অভয়নগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপুর্বক ক্ষেতের সরিষা কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বর্নিগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বিমান কুমার ভদ্র বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৩০ থেকে ৩২ জনের নামে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
অভিযুক্তরা হলেন, কামকুল গ্রামের তাহাজ্জত মিনার ছেলে তরিকুল মিনা (৪৬), কামাল মিনা (৫৫) কামাল মিনার ছেলে হিমু মিনা (২৬), বর্নি গ্রামের মোহাম্মাদ ফকিরের ছেলে মতিয়ার ফকির, বড়াল গ্রামের আব্দুল লতিফের ছেলে রেজাউল কাজী (৪৫), মো. রাজু কাজী (৪০)সহ মোট ১২ জন। অভিযোগসুত্রে জানা যায়, ভুক্তভোগী বিমান কুমার ভদ্র ও দীপংকর ভদ্র তার মা শান্তি রানী ভদ্রের নামে ৪ একর জমি রয়েছে। সে জমি দীর্ঘদিন ধরে তার দুই ছেলে ভোগদখল ও চাষাবাদ করে করে আসছে। এরই প্রেক্ষিতে বুধবার সকালে বিমান কুমার ভদ্র দিনমজুর দিয়ে তার জমিতে লাগানো সরিষা কাটছিলেন। এসময় তরিকুল মিনা ও কামাল মিনার নেতৃত্বে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত একদল লোক সরিষা কাটতে বাঁধা দেয়। বাঁধা দেওয়ার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও প্রাণনাশের হুমকি দেয় তারা। একপর্যায়ে তরিকুল মিনার সাথে থাকা ৩০ থেকে ৩২ জন লোক জোরপুর্বক প্রায় দুই বিঘা জমির সরিষা কেটে নেয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৮ হাজার টাকা। পরে ৯৯৯ কল করা হলে পাথালিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়ের এই পরিবারটি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত তরিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 
এব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। অভিযোগ হাতে পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।