• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

মঠবাড়িয়ায় অপহরণের দেড় মাসেও উদ্ধার হয়নি মাদ্রাসা ছাত্রী


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 11, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় রাস্তা থেকে জুয়াইরিয়া আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দেড় মাসের অধিক সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবারের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মিঠাখালী গ্রামের মালয়েশিয়া প্রবাসী ফারুক হাওলাদারের মেয়ে এবং গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী জুয়াইরিয়া আক্তার (১৪)কে মধ্য মিঠাখালী গ্রামের খলিল খানের ছেলে কাওসার খান দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জুয়াইরিয়ার মা সুমি আক্তার কাওসারের অভিভাবককে জানালেও কোন সুরাহা না পেয়ে মেয়েকে নিয়ে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামে বাবার বাড়ি নিয়ে যায়। গত ১২ জানুয়ারি জুয়াইরিয়া নানা বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তা থেকে কাওসার খান তার সহযোগিদের নিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। 
 
এঘটনায় জুয়াইরিয়ার মা সুমি আক্তার বাদি হয়ে মঠবাড়িয়া থানায় কাওসার খান, খলিল খান, পারভেজ ও মাজেদা বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার দেড় মাসের অধিক সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার ও মূল আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
 
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে। একজন আসামি গ্রেফতার করা হয়েছে, বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।