৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2025 ইং
বিশেষ প্রতিবেদকঃ আজ ১২ মার্চ ২০২৫ বুধবার বেলা সাড়ে ১২ টায় রিক্সা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম কমিটি অভয়নগর উপজেলার উদ্যোগে শ্রমিকদের জন্য বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ, ভ্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ বন্ধসহ জরুরি ২ দফা এবং আশু ৬ দফা দাবিতে নওয়াপাড়া ষ্টেশন বজার থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে নওয়াপাড়া পৌরসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শ্রমিক নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন এবং সংক্ষিপ্ত পথসভা সংগ্রাম কমিটির আহ্বায়ক শ্রমিকনেতা মোঃ আল মামুন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিকনেতা শরিফুল ইসলাম মোড়ল, সহ-সভাপতি গোলাম মোস্তফা শেখ, কোষাধ্যক্ষ রহমত শেখ, সহ-সম্পাদক রাজিব মোল্ল্যা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক শ্রী জয় তরফদার, দপ্তর সম্পাদক জসিম উদ্দীন। ইজিবাইক শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রমিকনেতা মাহাবুর হোসেন,, আয়ুব আলী, ভুট্টো হোসেন প্রখুন । সভাটি পরিচালনা করেন ভ্যান রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, আজ দেশের শ্রমজীবী জনগণের জীবন-জীবিকার সংকট মূলত বিশ্বের সামগ্রিক সংকট এবং দেশে ধারাবাহিক ভাবে সংঘটিত ব্যাপক লুটপাটের মধ্যদিয়ে ঘনীভূত গভীর সংকটের ফলে সৃষ্টি হয়েছে। এ সংকট আগামীতে আরো গভীর থেকে গভীরতর হতে চলেছে। সৃষ্ট সংকটের বোঝা প্রতিবারের ন্যায় এবারও শ্রমজীবী জনগণের ঘাড়ে চাপানো হয়েছে। ফলে জনজীবনের সংকট আরো বৃদ্ধি পেয়েছে। দেশের রিক্সা-ভ্যান ও ইজিবাইক শ্রমিকদের সমস্যা-সংকট এবং অন্যান্যে শ্রমিক-কৃষক মেহনতি মানুষের সংকট বিচ্ছিন্ন নয়, বরং এক এবং অভিন্ন। তাই আমরা আজকের কর্মসূচির মাধ্যমে আহ্বান জানাচ্ছি, আগামীতে সামগ্রিক যে পরিস্থিতি সমাগম, সেই প্রেক্ষাপটে বেঁচে থাকার জন্য সকল রূপের শোষণ, নির্যাতন, অন্যায়, অবিচার, অনিয়ম এবং নিপীড়নের বিরুদ্ধে সকল শ্রমজীবী মানুষদের একই সাথে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শ্রমজীবী মানুষের বেঁচে থাকার মতো একটি ব্যবস্হা প্রতিষ্ঠিত করতে হবে। সকল রূপের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করতে হলে, এই পথ ছাড়া অন্য কোনো পথ নেই। বক্তারা আরো বলেন, আমরা আজ বাজার দরের সাথে সঙ্গতিপূর্ণ ন্যায্য ভাড়া নির্ধারণ করসহ জরুরি ২ দফা এবং আশু ৬ দফা দাবিতে মিছিল করেছি এবং স্মারকলিপি প্রদান করেছি। আজকের কর্মসূচিতেই আমাদের দাবি বাস্তবায়ন হবে না, এই দাবি বাস্তবায়নে আমাদের ধারাবাহিক ভাবে লড়াই-সংগ্রাম করতে হবে। আগামীর সেই লড়াইয়ে সকলকে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :