• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অনলাইন ডেস্কঃ চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১২ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গা শরণার্থীশিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হবে।

প্রেসসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফরে রোহিঙ্গা সমস্যা বিশ্বনেতাদের নজরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।