• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

তিন খান একসাথে!


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিনোদন ডেস্কঃ তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সালমান ও আমির প্রত্যেক খানের আকাশসমান জনপ্রিয়তা। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। এখনও বলিউডের তিন স্তম্ভ হিসেবেই ধরা হয় তাদের।
তবে তিন খানকে একসঙ্গে কখনো সিনেমার পর্দায় দেখা যায়নি। এই তিন মহারথীকে একসঙ্গে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান দর্শকরা। আর সেই আশা কবে পুরণ হবে তা হয়তো জানা নেই। তবে  তিন খান একসঙ্গে বসলেই সেই আশা নতুন করে জাগে ভক্তদের মনে। যেমনটা সদ্যই এমন আশার আলো দেখা গেল আমির খানের বাড়িতে।
 

১৪ মার্চ আমির খানের জন্মদিন। তার আগেই তার বাড়িতে হাজির হলেন দুই বন্ধু শাহরুখ খান ও সালমান খান। আমির খানের ৬০তম জন্মদিনের আগে তাঁর বাড়িতে অন্য দুই খানের উপস্থিতি নতুন করে আশা জাগাচ্ছে ভক্তদের।

তবে কি কোনো সিনেমায় এক হতে চলেছেন তারা? এমন কোনো তথ্য এখনও জানা যায়নি যদিও। তবে জানা গেছে, জন্মদিন উদযাপন করতেই হাজির হয়েছেন দুই খান। আর সেই জন্মদিনের পার্টির একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।ভিডিওতে দেখা যায়, আমির খানের বাড়ির লিফট থেকে নামছেন দুই তারকা। একফ্রেমে সলমন খান ও আমির খান।
সালমানকে দেখা গেছে সাদা শার্টে। আমিরের গায়ে গ্রে রঙের টি-শার্ট। বন্ধুকে গাড়ি অবধি ছাড়তে আসেন আমির। এরপর দেখা যায় শাহরুখ খানকে। যদিও নিজেকে এবারও হুডি আর ছাতা দিয়ে আড়াল করে রেখেছিলেন কিং খান। 

সিনেমার পর্দায় তো নয়ই, তিন খানকে একসঙ্গেও খুব একটা দেখা যায় না। এর আগে ৩ জনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং অনুষ্ঠানে। ‘নাটু নাটু’ গানে নাচও করেছিলেন তারা। এছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে তিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি উঠে আসে। আমিরকে বলতে শোনা গিয়েছিল, ‘৩ জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই বলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিল।’ সঙ্গে আরও বলেছিলেন, ‘তবে হ্যাঁ আমাদের ৩জনকে একসঙ্গে আনতে ভালো গল্পের প্রয়োজন। ভালো চিত্রনাট্য দরকার।’

বর্তমানে নিজের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পর’ নিয়ে ব্যস্ত আমির খান। এর মাধ্যমে ৩ বছর পর পর্দায় ফিরছেন অভিনেতা। অন্যদিকে, ‘ডানকি’র পর শাহরুখ খানকে দেখা যাবে সুজয় ঘোষের ‘কিং’-এ। আর সালমান খান ঈদে আসছেন ‘সিকান্দার’ সিনেমা নিয়ে।