• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন কোহলি


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ অনেকেই ধারণা করছিলেন, হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কিন্তু অবসরের সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে কোহলি বললেন, ‘কোনো ঘোষণা দিচ্ছি না, এখনও খেলতে ভালোবাসি’।

গতকাল শনিবার (১৫ মার্চ) তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে বলেন, ‘খেলাটির প্রতি আনন্দ, ভালোবাসা যতদিন অক্ষুণ্ণ থাকবে, খেলা চালিয়ে যাব।’

 

তিনি বলেন, ‘ঘাবড়াবেন না। আমি কোনো ঘোষণা দিচ্ছি না। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমি এখনও খেলাটা খেলতে ভালোবাসি।’

কোহলি বলেন, ‘আমি অর্জনের জন্য খেলাটি খেলি না। নিখাদ আনন্দ, তৃপ্তি ও খেলাটির প্রতি ভালোবাসা থেকেই খেলি। যতক্ষণ সেই ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে, আমি খেলা চালিয়ে যাব। এই বিষয়ে আমাকে নিজের সঙ্গে সৎ থাকতে হবে।’

আগামী শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলির দলের আইপিএল অভিযান।