• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সার্টিফিকেশন বোর্ডে এখনও জমা পড়েনি ‘বরবাদ’


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিনোদন ডেস্কঃ ঈদের বাকি আর দুই সপ্তাহ। তারও আগে থেকেই শুরু হয়েছে ঈদে ছবি মুক্তির তোড়জোড়। শুরুতেই এগিয়ে আছে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। আগেই সেন্সর ছাড়পত্র পাওয়া ছবিটির শিল্পী-কলাকুশলীরা জোর প্রচারণায় নেমেছেন।
গত সপ্তাহে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল এম রাহিমের ‘জংলি’ ও শিহাব শাহীনের ‘দাগি’। দুটি ছবিই দেখেছেন বোর্ড সদস্যরা। ভূয়সী প্রশংসাও করেছেন তাঁরা। গতকাল বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, “আমরা ‘জংলি’ দেখেছি গত সপ্তাহেই।
গতকাল (সোমবার) দেখলাম ‘দাগি’। দুটি ছবিই দারুণ। আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু ছবি দেখতে পাবে। আমরা আশা করছি, এ সপ্তাহেই ছবি দুটিকে ছাড়পত্র দিতে পারব।”
 
‘দাগি’তে আফরান নিশো
‘দাগি’তে আফরান নিশো

অন্যদিকে শাকিব খান অভিনীত আলোচিত ‘বরবাদ’ এখনো সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েনি। ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমরা দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব কবে বোর্ডে জমা দেব। হাতে এখনো সময় আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

‘জংলি’তে সিয়াম আহমেদ
‘জংলি’তে সিয়াম আহমেদ

ঈদের অপর ছবি কামরুজ্জামান রোমানের ‘জ্বিন ৩’, ছবিটি আজ বোর্ডে জমা পড়বে।

নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজলের এই ছবির টিজারও এখনো প্রকাশ হয়নি। রোমান বলেন, ‘আমরা পরিকল্পনা মতোই কাজ করছি। আজ (মঙ্গলবার) ছবিটি সার্টিফিকেশন বোর্ডে জমা দেব। গতকালই পোস্ট প্রোডাকশনের কাজ সম্পন্ন করেছি। ছবির একটি গানও প্রকাশ করেছি। দুই-এক দিনের মধ্যেই প্রকাশ করব টিজার।’