• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

প্রতিপক্ষের পেসারকে ধাক্কা দিয়ে বিপাকে পাকিস্তানের অলরাউন্ডার


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

খেলাধুলা ডেস্কঃ দৌড়ে রান নেওয়ার সময় নিউজিল্যান্ডের পেসার জ্যাকারি ফোকসকে ধাক্কা দিয়ে বিপাকে পড়েছেন খুশদিল শাহ। আচরণবিধি ভাঙার দায়ে পাকিস্তানের এই অলরাউন্ডারকে শাস্তি দিয়েছে আইসিসি।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির আচরণবিধির লেভেল ২ ধারা ভঙ্গ করেছেন খুশদিল। তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট।

 

ক্রাইস্টচার্চে গত রবিবার দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ঘটে এই ঘটনা। পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে ফোকসকে মিড-অনে খেলে রান নেওয়ার জন্য দৌড় দেন খুশদিল। ওই সময়ই বোলারের পিঠে বাঁ কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দেন তিনি। দুই রান নেওয়ার পর এনিয়ে খুশদিলের সঙ্গে আম্পায়ারকে কথা বলতে দেখা যায়।

নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন খুশদিল। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে দলের সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। নিউ জিল্যান্ডের চমৎকার বোলিংয়ে স্রেফ ৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৫৯ বাকি থাকতে ৯ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।