• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

রাজধানী ডেস্কঃ রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে আটক এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। একই সঙ্গে পুলিশের ওপর হামলা চালিয়ে তারা গাড়ি ভাঙচুর করে।

গতকাল মঙ্গলবার রাতে মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই ইসমাইল হোসেন জানান, ধর্ষণের অভিযোগে ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে ছাড়িয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। একই সঙ্গে পুলিশের কয়েকজন সদস্যের ওপর হামলা চালায়। এতে ওসি তদন্ত (পরিদর্শক) আশিকুর রহমান আশিকসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হন।পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। একই সঙ্গে রাত ১২টা পর্যন্ত সাত-আটজন পুলিশ সদস্যকে আটকে রাখে।
তিনি জানান, পরে সেখানে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বর্তমানে সেখানেই তাঁরা অবস্থান করছেন। ওই এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে।