• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দাগি’ ও ‘জংলি’


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিনোদন ডেস্কঃ মুক্তির তোড়জোড়ে নেমেছে আসন্ন ঈদের সিনেমাগুলো। এরমধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে এম রাহিমের ‘জংলি’ ও শিহাব শাহীনের ‘দাগি’। দুটি ছবিই দেখেছেন বোর্ড সদস্যরা। ভূয়সী প্রশংসাও করেছেন তাঁরা।
চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈনউদ্দিন সাংবাদিককে বলেন, ‘‘দুটি সিনেমা জমা পড়েছিল, ‘দাগি’ ও ‘জংলি’। দুটোই আমাদের বোর্ডের সদস্যরা দেখেছেন। এরমধ্যে একটি ছবি ইতিমধ্যে প্রক্রিয়াকরণের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, আরেকটি দু-একদিনের মধ্যে দেওয়া হবে। শিগগিরই ছবি দুটিকে ছাড়পত্র দেওয়া হবে।’’
বোর্ড সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘‘আমরা ‘জংলি’ দেখেছি গত সপ্তাহেই। গতকাল [সোমবার] দেখলাম ‘দাগি’। দুটি ছবিই দারুণ। আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু ছবি দেখতে পাবে।আমরা আশা করছি, এ সপ্তাহেই ছবি দুটিকে ছাড়পত্র দিতে পারব।’’
এদিকে মুক্তির মিছিলে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পাওয়ার দিকে এগিয়ে আছে শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। আজ মঙ্গলবার কামরুজ্জামান রোমানের ‘জ্বিন ৩’ ছবিটি বোর্ডে জমা পড়ার কথা রয়েছে। তবে ‘বরবাদ’ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেননি মেহেদী হাসান হৃদয়।