যশোরে ১২ কেজি গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব -৬
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2025 ইং
বিশেষ প্রতিনিধিঃ যশোরে ১২ কেজি গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৬, যশোর।
র্যাব -৬ যশোর কোম্পানির অধিনায়ক মোঃ রাসেল স্কোয়াড্রন লিডার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ১৮ মার্চ ২০২৫ খ্রিঃ ১২ টার দিকে র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহর ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড মোড় হোটেল আল- সাফা এর সামনে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে।তাৎক্ষণিক আভিযানিক দলটি ১৮ মার্চ ২০২৫ খ্রিঃ ১২ টা ১৫ মিনিটের সময় উক্ত স্থানে পৌছালে একজন ব্যক্তি তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ সহ কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা আসামী (i) ১। মোঃ শান্ত আহম্মেদ (২৩), পিতা- মোঃ আক্তার শেখ, মাতা- ফিরোজা বেগম, সাং- বাহিরমাদি সদরঘাট, ডাকঘরঃ বাহিরমাদি,ইউপি ০৩নং ফিলিপ নগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়া, এ/পি সাং- আগানগর ছোট মসজিদ, বাসা নং- ৪৯ (সোহাগ মিয়ার বাড়ি), ওয়ার্ড নং- ০১, থানা- দক্ষিন কেরানীগঞ্জ, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’কে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশীকালে তার নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উক্ত ট্রাভেল ব্যাগ হতে মোট ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।যার আনুমানিক মুল্য দুই লক্ষ আশি হাজার টাকা মাত্র।
গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে উক্ত মাদকদ্রব্য গাঁজা স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :