• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

ইন্দুরকানীতে দৈনিক যায়যায়দিন-এর ডিক্লারেশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


FavIcon
নিউজ ডেক্স
নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বিশেষ প্রতিনিধি: দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে অংশ নেন উপজেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।
 
বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় ইন্দুরকানী বাজার রূপালি চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম আরিফ, দৈনিক যায়যায়দিন-এর ভান্ডারিয়া প্রতিনিধি মিজানুর রহমান, অধ্যক্ষ অহিদুজ্জামান, প্রেস ক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, সাংবাদিক শমিরোন হালদার, মামুন হাওলাদার শিমুলসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 
বক্তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ প্রত্যাহারের জন্য মাননীয় তথ্য উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন।
 
মানববন্ধন শেষে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান-বিন মুহাম্মাদ আলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।